Sunday, August 11, 2013

Kazi Shiful Islam

Voltage Doubler circuit output voltage from 18 volts to 9 volt

9 volt battery
এই র্সাকিটের মাধ্যেমে আমরা ৯ ভোল্ট ইনপুট দিয়ে প্রায় ১৮ ভোল্ট র্পযন্ত আউটপুট পেতে পারি। আর এজন্য মূল উপাদানটি হচ্ছে ছোট্ট একটি IC । আর IC বায়াসিং এর জন্য ২টি কেপাসিটর এবং ২ ডায়োড ব্যবহার করা হয়েছে । খুবই সিম্পল কিন্তু ইফেক্টিভ।
উপকরণ :
১. কেপাসিটার-১ (Capacitor) ———————— 10µF——————— মূল্য– ৫ টাকা
২.কেপাসিটার-২ (Capacitor) ————————10µF ——————— মূল্য– ৫ টাকা
৩.ডায়োড-১ (Diode) —————————— 1N4001—————— মূল্য– ১০ টাকা
৪.ডায়োড-২ (Diode) —————————— 1N4001 —————— মূল্য– ১০ টাকা
৫.আই.সি. ————————————— Max1044 or L7600 — মূল্য– ১৪০ টাকা
সকল উপকরণ পাওয়া যাবে মাওলানা ভাসানী স্টেডিয়াম র্মাকেটে ।
মনে রাখা দরকার:
১. ওঈ টিতে র্সবোচ্চ ১০ ভোন্টের বেশি ইনপুট দেয়া যাবে না।
২. সার্কিটটি দ্বারা আউটপুট ভোল্টেজ পুরোপুরি ডাবল হবে না , ডায়োডে ভোল্টেজ ড্রপ করার কারণে কিছুটা কমে যাবে।
৩. Max1044 IC টা বাংলাদেশে পাওয়া নাও যেতে পারে। তবে L7660 এটা দিয়ে same কাজ করা যায়।
Read More

Thursday, August 8, 2013

Kazi Shiful Islam

Create a very nice mobile charger

তৈরী করুন খুব সুন্দর একটি সোলার মোবাইল চার্জার

এই সার্কিতে পাওয়ার সাপ্লাই হিসেবে একটি ৫ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করবেন। কিংবা ৫ভোল্ট বা এর বেশী (সর্বোচ্চ ১২ভোল্ট) ভোল্টের যে কোন ব্যাটারী দিয়েও চার্জারটি ব্যবহার করতে পারবেন।

চলুন সার্কিট ডায়াগ্রামটি দেখে নেয়া যাক।



5W Solar Panel

LM7805 Voltage Regulator IC

10uF Capasitor
বর্ননাঃ

সার্কিটটির প্রান হিসেবে ব্যবহার করা হয়েছে ৩ পা ওয়ালা একটি ভোল্টেজ রেগুলেটর আইসি এর বৈশিষ্ট হচ্ছে। এর ইনপুটে ১২ভোল্ট থেকে ৫ভোল্ট পর্যন্ত যে কোন পরিমান ডিসি ভোল্টেজ দিতে পারবেন। আউটপুট হিসেবে ৫ভোল্ট এর রেগুলেটেড পাওয়ার। ফিল্টারিং এর জন্য এর ইনপুট এবং আউটপুট এ ১টি করে দুটি ১০মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এর আউটপুটে আপনি যে কোন নকিয়া চিকন পিনের মোবাইল চার্জিং পিন ব্যবহার করে মোবাইল চার্জ করতে পারবেন। আর ইনপুটে একটি ১২ভোল্ট ৫ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন।


আমার বানানো চার্জারটি দেখতে যেমন হয়েছে

এবার আমার তৈরী চার্জারের ছবিটা ভালোভাবে লক্ষ করুন -
কিভাবে এরকম একটি চার্জারের বডি তৈরী করবেনঃ
বডি তৈরী করতে লাগবে

* এ্যলুমিনিয়াম এর পৌনে এক ইঞ্চি ডায়ার পাইপ এর ২.৫ইঞ্চি লম্বা একটি টুকরো (পর্দার পাইপ)

*দুটো প্লাষ্টিক ইনার ক্যাপ সংগ্রহ করুন।
*তার প্রয়োজনমত
*চার্জিং পিন

আমি চার্জারের বডি তৈরী করতে এ্যলুমিনিয়াম এর পৌনে এক ইঞ্চি ডায়ার পাইপ এর ২.৫ইঞ্চি লম্বা একটি টুকরো ব্যবহার করেছি। এধরনের পাইপ দিয়ে সাধারনত আমরা বাসা বাড়িতে পর্দা টানানোর কাজে ব্যবহার করে থাকি। এবার ষ্টিলের চেয়ার বা অন্যান্য ফার্নিচার তৈরীর দোকান থেকে দুটো প্লাষ্টিক ইনার ক্যাপ (যে ক্যাপটার বডি পাইপের ভেতরে থাকে) সংগ্রহ করুন। আর লাগবে ১-২গজ ফ্লেক্সিবল ওয়ার বা তার এবং ১টি নকিয়া চার্জারের চিকন চার্জিং পিন।

সাবধানতাঃ
সার্কিটটি তৈরী করে ইনপুট এবং আউটপুটে প্রয়োজনীয় তার সংযোগ করে ভালো মতো সার্কিটটিকে টেপ পেঁচিয়ে ইনসুলেট করে নেবেন যাতে করে পাইপের ভেতরে সার্কিটটি ঢুকিয়ে নিলে কোনভাবে পাইপের বডিতে সার্কিটের কোন অংশ লেগে না থাকে।
সার্কিটটি পাইপের ভেতর ঢুকানোর পর প্লাষ্টিকের ক্যাপ দুটোর গায়ে তার বের করার মতো প্রয়োজনীয় ছিদ্র করে তবেই ক্যাপদুটো পাইপের দুই প্রান্তে লাগিয়ে নিন। এর পর কিভাবে আউটপুটে চার্র্জিং পিনটি সংযোগ করবেন তা কানেক্টরের ছবিতে দেখবেন।

দেখে নিন চার্জিং পিন কিভাবে সংযোগ দেবেন।
Read More

Wednesday, August 7, 2013

Kazi Shiful Islam

Easy way to determine the electric energy or unit

সহজে বৈদ্যুতিক এনাজি বা ইউনিট নির্নয় করার পদ্ধতি

আমাদের বাসা বাড়িতে আমরা কি পরিমান বিদুৎ ব্যবহার করছি আর কি পরিমান বিল দিচ্ছি তা কি কখন ভেবে দেখেছি? তাই আজ আমি এটি সহজে বের করার উপায় বর্ননা করব।

প্রথমে দেখব বাসা বাড়িতে আমরা যেসব যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো কী পরিমান বিদুৎ খরচ হচ্ছে। সাধারন একটি নমুনা নিচে দেওয়া হল-
  • ১.লাইট = ১৫-২০০w
  • ২.ফ্যান = ৫০-৮০w
  • ৩.টেলিভিশন = ২৫-১৫০w
  • ৪.ডেক্সটপ কম্পিউটার = ৮০-২৫০w
  • ৫.ল্যাপটপ = ২০-৬০w
  • ৭.রেফিজারেটর = ৮০-২০০w
  • ৮.এসি =১০০০-৩০০০w
  • ৯.আয়রন =৫০০-১০০০w
  • ১০.পাম্প মোটর =১/৮-৩ HP
এবার মুল আলোচনায় আসি।
বৈদ্যুতিক এনার্জি বের করার সুত্র হল-
W=V*I*T  watt-sec.
এখানে, w = বৈদ্যুতিক এনাজি
v = ভেল্টেজ
I= অ্যামপিয়ার
T = সময়
আবার, পাওয়ার P=VI
অথাৎ পাওয়ার ও সময়ের গুনফলই হচ্ছে বৈদ্যুতিক এনাজি।
বৈদ্যুতিক এনাজির একক হচ্ছে কিলোওয়াট-আওয়ার (Kwh) বা ইউনিট।
তাহলে আমাদের প্রধান কাজ হল পাওয়ার বের করা
সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পাওয়ার P=V*I÷1000 KW
থ্রি ফেজের ক্ষেত্রে পাওয়ার P=V*I*√3÷1000 KW
তাহলে পাওয়ার বের করার পর সময়  গুন করলে আমরা ইউনিট পেয়ে যাব।
উদাহরন : একটি বাসায় ৩০ওয়াটের ৫ টি লাইট দৈনিক ৮ ঘন্টা, ৬৫ওয়াটের ৩ টি পাখা দৈনিক ১২ ঘন্টা ,৫০ওয়াটের ১টি টেলিভিশন দৈনিক ১০ ঘন্টা ,এবং পানির পাম্প ১/৮ ঐচ মোটর দৈনিক ৩ ঘন্টা করে চলে এবং লাইন ভোল্টেজ ২২০, তাহলে ঐ বাসায় ঐ মাসের বিদুৎ বিল কত ইউনিট হবে?
সামাধান:
৩০ ওযাট লাইটের জন্য : W1=30*5*8=1200 wh
৬৫ ওয়াট পাখার জন্য : W2=65*3*12=2340 wh
৫০ ওয়াট টেলিভিশনের জন্য: W3=50*1*10=500 wh
১/৮ HP মোটরের জন্য : W4=(1/8)*746*3=279.75 wh
কারন, ১ ঐচ=৭৪৬ ওযাট
১ দিনে মোট এনার্জি খরচ = W1+ W2+ W3+ W4
=1200 wh+2340 wh+500 wh+279.75 wh
=4319.75 wh
=(4319.75 ÷ 1000)kwh
=4.32 Kwh
৩০ দিনে মোট খরচ হয় =৩০*৪.৩২ Kwh
=১২৯.৬ Kwh (ইউনিট)
Read More
Kazi Shiful Islam

Control everything with your hands mobile

আপনার হাতের মোবাইল দিয়ে সব কিছু নিয়ন্ত্রন করুন 

  হ্যা বন্ধুরা GSM/CDMA Remote Control System সত্যিই একটা মজার এবং প্রয়োজনীয় প্রজেক্ট। আমরা অনেকই শুনেছি মোবাইল দ্বারা বিভিন্ন যন্ত্র যেমনঃ লাইট,ফ্যান,মোটর,টিভি ইত্যাদি দূর থেকে নিয়ন্ত্রন করা হয়।ঠিক তেমনি একটা প্রজেক্ট নিয়ে আমি এখানে আলোচনা করেছি। Circuit তৈরী করলে বুঝতে পারবেন প্রজেক্টটি কত মজার।
মনে করুন আপনি আজ বাড়ি যেতে পারবেন না।কিন্তু সন্ধ্যাবেলায় বাড়ির লাইটগুলো জ্বালানো দরকার। এক্ষেত্রে চিন্তার কোন কারন নাই। এ অবস্থায় আপনার হাতের মোবাইল দ্বারা একটা Missed Cal এর মাধ্যমে জ্বালিয়ে দিতে পারবেন আপনার বাড়ির লাইটগুলো। আরও মজার বিষয় হলো এটি বিশ্বের যেকোন প্রান্ত হতে নিয়ন্ত্রন সম্ভব।
Circuit ডায়াগ্রামটি হলো এই:

Component List:
R1=3.9k
R2=1M
R3=150k
R4=5.6k
R5=1k
R6=50
R7=10k
R8=1k
C1=1 microF/50V
C2=220 microF/16V
C3=0.01 microF/50V
D1,D2=1N4007
Q1=BC148
Q2=BC547
IC-1=NE555
IC-2=CD4017
Relay=10A/10V
Circuit টিতে Audio input এর জায়গায় একটি মোবাইলফোন এবং এর Audio output বসাবেন।মোবাইল এর নমবর যেন ব্যবহারকারী ছাড়া অন্য কেউ না জানে।
ভূলত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন।
Read More

Tuesday, August 6, 2013

Kazi Shiful Islam

Lighten the LED lights with lemon --- লেবু দিয়ে LED লাইট জ্বালান

যা যা লাগবে ।
১ ।অবশ্যই কাঁচা লেবু । পাকা লেবু দিয়ে হবে না। 
২। LED light. (বাজারে কিনতে পাবেন ।
কিভাবে করবেন ।
খুব সহজ , ইমেজ দিচ্ছি । দেখে নিয়েন ।
 
এখন লাইটটা লেবুর ভেতরে ঢুকান । লাইট জলবে না কারন এটা পাকা লেবু ।
 
এবার কাঁচা লেবুতে ঢুকান অবশ্যইজ্বলবে ।
 
রাতের অন্ধকারেও বেবহার করতে পারেন ।
 
আমার গবেষণায় দেখেছি পুরো একটা লেবু দিয়ে ৫ দিন পর্যন্ত লাইট জ্বালানো যাবে । আর অর্ধেক করলে ২ দিন পর্যন্ত ।  

 (বিঃদ্রঃ Post টি সংগৃহিত) 
Read More
Kazi Shiful Islam

DC 12V ব্যেটারী দিয়ে রঙিন TV ও সিলিং পাখা চালান এবং 180W বিদ্যুৎ তৈয়ার করুন নিজের হাতে

দেখতে সারকিটটি যদি ও ছোট কাজটি করে কিন্তু বেশ জটিল। সারকিটটি ছোট বলে কেহ অবহেলা করবেন না। DC 12V ব্যেটারী থেকে AC 220V তৈয়ার হয়।
যা দিয়ে আপনি রঙিন টিভি অথবা সিলিং পাখা ইত্যাদি চালাতে পারবেন। ট্রান্সফরমারটি যদি ভাল কোয়ালিটর হয় তাহলে 180W লোড দিতে পারবেন। আসুন সবাই মিলে এক নজর সারকিটটি দেখে নেই।


সারকিটটিতে সকেট ট্রান্জেষ্টর ব্যবহার করা হয়েছে দুইটি (2N3055) সারকিটটিতে যখন লোড দেয়া হবে তখন সকেট ট্রান্জেষ্টর গুলি বেশ গরম হবে, তাই ভালমানের হিটসিং লাগিয়ে নিবেন। বন্ধুরা কেমন হয় যদি আপনার রুমের সিলিং পাখা এবং আপনার রুমের যে কোন বাতী ।
অনেক বন্ধুদের টিউনস টি বুঝতে সমস্য হইতেছে ভেবেই সারকিটটির পার্স গুলির সামান্য ডিটেলস দিলাম এবার দেখব সারকিটি সবাই তৈয়ার করতে পারেন কি না ।
উপরে দেয়া ট্রান্সফরমারের ছবিটির দিকে লক্ষ করুন । ডান পাশে তিনটি পা আর বাম পাশে দুইটি পা রয়েছে । এই ট্রান্সফরমারটি হল ষ্টেপ আপ ট্রান্সফরমার ।
একানে লক্ষ করুন ট্রান্সফরমরটি যে পাশ দিয়ে দুইটি তার এদিকটা হল AC 220V আউট পুট। এবার আসুন কয়েলের পেচের সংখা ,এবং তার টি কত নাম্বার দিবেন।
30 নাম্বার তার 1400 পেচ দিবেন। এবার নিচে আসুন।
ট্রান্সফরমারটি অপর পাশটি লক্ষ করুন তিনটি পা রয়েছে দুই পাশের নীল রঙের তার দুটি 2N3055 ট্রান্জষ্টরের কলেক্টরে যাবে। মাঝকানের পাটি BD680 ট্রান্জেষ্টরের ইমিটরে যবে।
এবারে আসুন তার ও পেচের সংখা , 20নাম্বর তার 120+120 পেচ দিবেন।
এটি হল 2N3055 ট্রান্জেষ্টর । হিটসিং লাগানুর সময় খেয়াল রাখবেন বেইজ ইমিটর সর্ট যেন না হয়।
ট্রান্জেষ্টরের নিচের দিকটা খেয়াল করুন। মাঝাকানের দুইটি পা হইতে উপরের দিকটা নিচে থেকে দুরত্ত  বেশী এই পজিশনে ট্রান্জেষ্টরটি রেখে ডানের পা টি B বামের পা টি E বডি C ।
ট্রান্জেষ্টরের বেইজ ইমির এবং কলেক্টর দেখানো হয়েছে।
এখানে আরো যে কত গুলি ট্রান্জেষ্টর ব্যবহার করা হয়েছে এ  গুলির  বেইজ ইমিটর কালেক্টর  ছবি সহকারে দেইনি । কারন ট্রান্জেষ্টর গুলি বিভিন্ন কোম্পানি তৈয়ার করে
যে কারন  B-E-C অনেক সময় উল্টা পাল্টা থাকে । এ জন্যই এবোমিটর দিয়ে B-E-C বের করে নিবেন।
সবাই ভাল থাকেন ।

 (বিঃদ্রঃ Post টি সংগৃহিত) 
Read More