Thursday, August 8, 2013

Kazi Shiful Islam

Create a very nice mobile charger

তৈরী করুন খুব সুন্দর একটি সোলার মোবাইল চার্জার

এই সার্কিতে পাওয়ার সাপ্লাই হিসেবে একটি ৫ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করবেন। কিংবা ৫ভোল্ট বা এর বেশী (সর্বোচ্চ ১২ভোল্ট) ভোল্টের যে কোন ব্যাটারী দিয়েও চার্জারটি ব্যবহার করতে পারবেন।

চলুন সার্কিট ডায়াগ্রামটি দেখে নেয়া যাক।



5W Solar Panel

LM7805 Voltage Regulator IC

10uF Capasitor
বর্ননাঃ

সার্কিটটির প্রান হিসেবে ব্যবহার করা হয়েছে ৩ পা ওয়ালা একটি ভোল্টেজ রেগুলেটর আইসি এর বৈশিষ্ট হচ্ছে। এর ইনপুটে ১২ভোল্ট থেকে ৫ভোল্ট পর্যন্ত যে কোন পরিমান ডিসি ভোল্টেজ দিতে পারবেন। আউটপুট হিসেবে ৫ভোল্ট এর রেগুলেটেড পাওয়ার। ফিল্টারিং এর জন্য এর ইনপুট এবং আউটপুট এ ১টি করে দুটি ১০মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এর আউটপুটে আপনি যে কোন নকিয়া চিকন পিনের মোবাইল চার্জিং পিন ব্যবহার করে মোবাইল চার্জ করতে পারবেন। আর ইনপুটে একটি ১২ভোল্ট ৫ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন।


আমার বানানো চার্জারটি দেখতে যেমন হয়েছে

এবার আমার তৈরী চার্জারের ছবিটা ভালোভাবে লক্ষ করুন -
কিভাবে এরকম একটি চার্জারের বডি তৈরী করবেনঃ
বডি তৈরী করতে লাগবে

* এ্যলুমিনিয়াম এর পৌনে এক ইঞ্চি ডায়ার পাইপ এর ২.৫ইঞ্চি লম্বা একটি টুকরো (পর্দার পাইপ)

*দুটো প্লাষ্টিক ইনার ক্যাপ সংগ্রহ করুন।
*তার প্রয়োজনমত
*চার্জিং পিন

আমি চার্জারের বডি তৈরী করতে এ্যলুমিনিয়াম এর পৌনে এক ইঞ্চি ডায়ার পাইপ এর ২.৫ইঞ্চি লম্বা একটি টুকরো ব্যবহার করেছি। এধরনের পাইপ দিয়ে সাধারনত আমরা বাসা বাড়িতে পর্দা টানানোর কাজে ব্যবহার করে থাকি। এবার ষ্টিলের চেয়ার বা অন্যান্য ফার্নিচার তৈরীর দোকান থেকে দুটো প্লাষ্টিক ইনার ক্যাপ (যে ক্যাপটার বডি পাইপের ভেতরে থাকে) সংগ্রহ করুন। আর লাগবে ১-২গজ ফ্লেক্সিবল ওয়ার বা তার এবং ১টি নকিয়া চার্জারের চিকন চার্জিং পিন।

সাবধানতাঃ
সার্কিটটি তৈরী করে ইনপুট এবং আউটপুটে প্রয়োজনীয় তার সংযোগ করে ভালো মতো সার্কিটটিকে টেপ পেঁচিয়ে ইনসুলেট করে নেবেন যাতে করে পাইপের ভেতরে সার্কিটটি ঢুকিয়ে নিলে কোনভাবে পাইপের বডিতে সার্কিটের কোন অংশ লেগে না থাকে।
সার্কিটটি পাইপের ভেতর ঢুকানোর পর প্লাষ্টিকের ক্যাপ দুটোর গায়ে তার বের করার মতো প্রয়োজনীয় ছিদ্র করে তবেই ক্যাপদুটো পাইপের দুই প্রান্তে লাগিয়ে নিন। এর পর কিভাবে আউটপুটে চার্র্জিং পিনটি সংযোগ করবেন তা কানেক্টরের ছবিতে দেখবেন।

দেখে নিন চার্জিং পিন কিভাবে সংযোগ দেবেন।

Kazi Shiful Islam

About Kazi Shiful Islam -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :