আপনার হাতের মোবাইল দিয়ে সব কিছু নিয়ন্ত্রন করুন
মনে করুন আপনি আজ বাড়ি যেতে পারবেন না।কিন্তু সন্ধ্যাবেলায় বাড়ির লাইটগুলো জ্বালানো দরকার। এক্ষেত্রে চিন্তার কোন কারন নাই। এ অবস্থায় আপনার হাতের মোবাইল দ্বারা একটা Missed Cal এর মাধ্যমে জ্বালিয়ে দিতে পারবেন আপনার বাড়ির লাইটগুলো। আরও মজার বিষয় হলো এটি বিশ্বের যেকোন প্রান্ত হতে নিয়ন্ত্রন সম্ভব।
Circuit ডায়াগ্রামটি হলো এই:
Component List:
R1=3.9k
R2=1M
R3=150k
R4=5.6k
R5=1k
R6=50
R7=10k
R8=1k
C1=1 microF/50V
C2=220 microF/16V
C3=0.01 microF/50V
D1,D2=1N4007
Q1=BC148
Q2=BC547
IC-1=NE555
IC-2=CD4017
Relay=10A/10V
Circuit টিতে Audio input এর জায়গায় একটি মোবাইলফোন এবং এর Audio output বসাবেন।মোবাইল এর নমবর যেন ব্যবহারকারী ছাড়া অন্য কেউ না জানে।
ভূলত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন।