আপনার হাতের মোবাইল দিয়ে সব কিছু নিয়ন্ত্রন করুন
মনে করুন আপনি আজ বাড়ি যেতে পারবেন না।কিন্তু সন্ধ্যাবেলায় বাড়ির লাইটগুলো জ্বালানো দরকার। এক্ষেত্রে চিন্তার কোন কারন নাই। এ অবস্থায় আপনার হাতের মোবাইল দ্বারা একটা Missed Cal এর মাধ্যমে জ্বালিয়ে দিতে পারবেন আপনার বাড়ির লাইটগুলো। আরও মজার বিষয় হলো এটি বিশ্বের যেকোন প্রান্ত হতে নিয়ন্ত্রন সম্ভব।
Component List:
R1=3.9k
R2=1M
R3=150k
R4=5.6k
R5=1k
R6=50
R7=10k
R8=1k
C1=1 microF/50V
C2=220 microF/16V
C3=0.01 microF/50V
D1,D2=1N4007
Q1=BC148
Q2=BC547
IC-1=NE555
IC-2=CD4017
Relay=10A/10V
Circuit টিতে Audio input এর জায়গায় একটি মোবাইলফোন এবং এর Audio output বসাবেন।মোবাইল এর নমবর যেন ব্যবহারকারী ছাড়া অন্য কেউ না জানে।
ভূলত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন।